কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশনভোগীদের জন্য সুখবর রয়েছে। আগামী বছর বেতনে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। নতুন বছরে মহার্ঘ ভাতা নতুন করে বাড়বে, পাশাপাশি পরবর্তী বেতন কমিশন সম্পর্কেও আপডেট দিতে পারে সরকার। তবে সবচেয়ে ভালো খবর পাওয়া যাবে ফিটমেন্ট ফ্যাক্টরে। এআইসিপিআই সূচকের এখন পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, পরের বারও ৪-৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এর ফলে উচ্চ বেতনের কর্মচারীরা ২০ হাজার টাকারও বেশি বেতন পাবেন। এর ফলে ১ কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।
৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়ার পর ২০২৪ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪-৫ শতাংশ বাড়িয়ে দিতে পারে মোদী সরকার। সেপ্টেম্বর পর্যন্ত এআইসিপিআই সূচকের তথ্য প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত মহার্ঘ ভাতা বেড়েছে ২.৫০ শতাংশ। বর্তমানে ডিএ স্কোর ৪৮ দশমিক ৫৪ শতাংশ। যদি অনুমানগুলি সঠিক হয় তবে ডিএ ৫১ শতাংশে পৌঁছাতে পারে।
ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির কথাও বলা হচ্ছে। এমনটা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে বড় ধরনের লাফ দেবে। সপ্তম বেতন কমিশনের আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়বে ৮,৮৬০ টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর বর্তমানে ২.৫৭। যদি তা বাড়িয়ে ৩.৬৮ করা হয়, তাহলে লেভেল-১ গ্রেড পের ন্যূনতম সীমা ২৬ হাজার টাকায় পৌঁছে যাবে। অর্থাৎ বেতন বাড়বে সরাসরি ৮ হাজার টাকা।