ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Lakhpati Didi Yojana: বিনা সুদে লোন দিচ্ছে ভারত সরকার, কারা পাবেন এই লোন, জানুন বিস্তারিত

লাখপতি দিদি যোজনায় আপনি যদি সহজেই ৫ লাখ টাকা পেয়ে যেতে পারবেন

Advertisement

ভারত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রচেষ্টার মধ্যে অন্যতম হলো নারী ক্ষমতায়ন। এই কারণে দেশের মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন প্ল্যান নিয়ে আসছে ভারত সরকার। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বললে ভুল হবে বেশ কিছু রাজ্য সরকারও কিন্তু নারী ক্ষমতায়নের জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে আসতে শুরু করেছে, যা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে। তবে এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন মহিলারা এবং এর জন্য কোনরকম সুদ তাদের দিতে হবে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অন্তর্বর্তী বাজেট ঘোষণা করার সময় দেশের ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর জন্য ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রকল্প চালু করার ঘোষণা করেছেন।

প্রাথমিকভাবে দেশ জুড়ে ২ কোটি মহিলাকে লাখপতি বানানোর লক্ষ্যমাত্রা গৃহীত হয়েছিল তবে অন্তর্বর্তী বাজেটে এই সংখ্যা বৃদ্ধি করে তিন কোটি করা হয়। কেন্দ্রীয় সরকারের এই যোজনায় ৫ লক্ষ টাকা করে লোন গ্রহণ করতে পারছেন মহিলারা এবং এর জন্য কোন রকম সুদ দিতে হচ্ছে না তাদেরকে। তবে এর জন্য কিন্তু একটা শর্ত রয়েছে। অবশ্যই এই মহিলাদের কোন একটি স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করতে হবে। যদি কোন মহিলা নিজের ব্যবসার শুরু করতে চান, তাহলে তিনি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যবসায় পরিকল্পনার জন্য লোনের আবেদন করতে পারেন। লাখপতি দিদি প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠী থেকে আলাদা হয়ে নিজের কিছু করতে হবে ওই মহিলাদের।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়া হবে এই মহিলাদের। এই প্রশিক্ষণের সময় বিশেষ গুরুত্ব দেওয়া হবে মহিলাদের দক্ষতার বিকাশের উপরে। এই দিদিরা নিজেরা নিজেদের চেষ্টায় এই টাকা ব্যবহার করে ব্যবসা শুরু করতে পারবেন। নিজের ব্যবসায়িক পরিকল্পনা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সরকারের কাছে পাঠানো হবে। এরপর সেই পরিকল্পনা বিবেচনা করা হবে এবং তারপরে সরকারের তরফ থেকে ওই মহিলাকে কনফার্মেশন পাঠানো হবে। তারপর ওই মহিলার ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হবে।

Related Articles

Back to top button