Scholarship: ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ২০০০০ টাকা দেবে সরকার, এইভাবে আবেদন করুন
ছাত্রছাত্রীদের জন্য এবার দারুণ সুখবর নিয়ে এল মোদী সরকার। ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ (Education) এবার থেকে দেবে কেন্দ্রীয় সরকার। অনেক মেধাবী ছাত্রছাত্রীই এমন রয়েছে যারা আর্থিক কারণে পড়াশোনা চালিয়ে যেতে ব্যর্থ হন। তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে নিয়ে আসা হয়েছে এই সুযোগ, যেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য টাকা দেবে কেন্দ্র। নিরবচ্ছিন্ন ভাবে পড়াশোনা চালিয়ে যেতে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পাওয়া যাবে।
জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনার আওতায় আর্থিক সাহায্য পাবেন ছাত্রছাত্রীরা। এই প্রকল্পের আওতায় বছরে ২০ হাজার টাকা করে পাবেন তারা। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকটাই সাহায্য হবে। পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সমস্যাগুলি দূর করতে সাহায্য করবে। কিন্তু কীভাবে আবেদন করা যাবে পিএম স্কলারশিপ যোজনায়, রইল বিস্তারিত তথ্য।
কী এই পিএম স্কলারশিপ যোজনা? উল্লেখ্য, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়া ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ স্কলারশিপ যোজনা। কলেজ এবং ইউনিভার্সিটির পড়ুয়াদের বছরে একটি মোটা অঙ্কের ফি দিতে হবে হয়। তবে সরকারি এই যোজনার মাধ্যমে সহজেই ফি দিতে পারবেন ছাত্রছাত্রীরা। কলেজের বার্ষিক ফি এর ক্ষেত্রে এই স্কলারশিপের অর্থ ব্যবহার করতে পারবেন তারা। তবে কারা পাবেন এই স্কলারশিপের অর্থ?
উল্লেখ্য, পিএম স্কলারশিপ যোজনার আওতায় কিছু ছাত্রছাত্রীই শুধুমাত্র আর্থিক সাহায্য পেতে পারবেন। পিছিয়ে থাকা শ্রেণি, তফসিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েরা এই স্কলারশিপের অর্থ পাবেন। এই স্কলারশিপ পেতে হলে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২০০০০০ টাকার বেশি হলে হবে না। শেষ পরীক্ষার ফলাফলে ৬০ শতাংশের অধিক নম্বর পেতে হবে। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে হবে না। আবেদনকারী কোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। তবেই পাওয়া যাবে এই পিএম স্কলারশিপ।