Ration Card: রেশন কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন ঘোষণা, গ্রাহকদের জন্য এসেছে সুখবর

কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর দিয়েছে। গণবণ্টন ব্যবস্থার অধীনে রেশন গ্রহণকারী সুবিধাভোগীদের রেশন কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত করা…

Avatar

কেন্দ্রীয় সরকার রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর দিয়েছে। গণবণ্টন ব্যবস্থার অধীনে রেশন গ্রহণকারী সুবিধাভোগীদের রেশন কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা আরও তিন মাস বাড়িয়ে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

এর আগে এই লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩১ মার্চ, ২০২৫। তবে এখনও অনেক রেশন কার্ডধারী তাদের আধার সংযুক্ত করেননি। এই বিষয়টি বিবেচনা করেই কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন বিভাগ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সময়মতো আধার লিঙ্ক না করলে কী হবে?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি ৩০ জুনের মধ্যে কোনও রেশন কার্ডধারীর পরিবারের সদস্যদের আধার সংযুক্ত না করা হয়, তাহলে সেই সদস্যদের নাম রেশন কার্ড থেকে মুছে ফেলা হবে। এর ফলে তারা আর রেশন পাওয়ার সুযোগ পাবেন না।

জাল রেশন কার্ড দূর করতে সরকারের পদক্ষেপ

সরকার জানিয়েছে, রেশন কার্ডকে আধারের সাথে লিঙ্ক করলে জাল রেশন কার্ড সনাক্ত ও বাতিল করা যাবে। ফলে শুধুমাত্র যোগ্য ও প্রকৃত সুবিধাভোগীরাই রেশন পাবেন। এই উদ্যোগে রেশন বণ্টনে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় থাকবে।

কীভাবে রেশন কার্ডকে আধারের সাথে লিঙ্ক করবেন?

যারা এখনও আধার সংযুক্ত করেননি, তারা দ্রুত নিচের পদ্ধতিতে কাজটি সম্পন্ন করতে পারেন:

1. নিকটস্থ রেশন দোকান বা কমন সার্ভিস সেন্টারে যান
2. সাথে নিয়ে যান –
– রেশন কার্ড
– আধার কার্ড (প্রত্যেক সদস্যের)
3. POS মেশিন-এর মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করে আধার সংযুক্তি সম্পন্ন হবে

গ্রাহকদের জন্য বার্তা

যদি আপনি এখনও রেশন কার্ডে আধার লিঙ্ক করেননি, তাহলে ৩০ জুনের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করুন, নইলে রেশন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।

About Author