সন্তান পালনের জন্য একক মা-বাবাদের বিশেষ ছুটি দেওয়ার ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: এবার থেকে একক মা-বাবারা সন্তান পালন করার জন্য চাইল্ড কেয়ার লিভ পাবেন। সোমবার দশেরার দিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন নজিরবিহীন ঘোষণা করেছেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং। শুধু তাই নয়,…

Avatar

নয়াদিল্লি: এবার থেকে একক মা-বাবারা সন্তান পালন করার জন্য চাইল্ড কেয়ার লিভ পাবেন। সোমবার দশেরার দিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন নজিরবিহীন ঘোষণা করেছেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং। শুধু তাই নয়, এই বিশেষ ছুটি অবিবাহিত মা-বাবা, বিধবা কিংবা বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া মা-বাবারাও পাবেন। এই সিদ্ধান্ত প্রগতিশীল উন্নতির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে বলেও তিনি দাবি করেছেন।

বর্তমানে যে সকল কর্মচারীরা শিশু পালনে ছুটি বা চাইল্ড কেয়ার লিভ চান তাদের ইতিমধ্যে অনুমোদন দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে, কর্মীরা সন্তানের যত্নের ছুটিতে থাকতে চান তিনি এই ছুটি ভ্রমণের ছাড় হিসেবেও পেতে পারেন। প্রথম বছরে পুরো বেতনের ছুটি শিশু যত্নের ছুটি হিসাবে ব্যবহার করা যেতে পারে। একই সময়ে, পাওনা ছুটির মাত্র ৮০ শতাংশ শিশু যত্নের জন্য ব্যবহার করা হবে

এই ভাবনা বা এই সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্তিষ্কপ্রসূত বলে তিনি দাবি করেছেন। মূলত, প্রধানমন্ত্রীর উৎসাহের জেরেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে পেরেছে বলেও কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন। সুতরাং, সকল একক মা-বাবা যারা সরকারি কর্মচারী, তারা সন্তান পালনের ক্ষেত্রে ছুটি নিয়ে যে একটা সমস্যার সম্মুখীন হতেন, সেই সমস্যা আপাতত আর রইল না, এমনটা বলাই যায়ĺ।

About Author