Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্যান করা হল পাবজি গেম সহ আরও ১১৮টি মোবাইল অ্যাপ

Updated :  Wednesday, September 2, 2020 6:19 PM

নয়াদিল্লি: এবার পাবজি নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও ১১৮টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গত ২৭ আগস্ট দেশের কুড়ি লক্ষ মোবাইল থেকে পাবজি গেমকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এবার গোটা দেশজুড়ে নিষিদ্ধ করা হল। এছাড়াও আরও ১১৮টি অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে।

দেশীয় অখন্ডতা সুরক্ষার পক্ষে এই অ্যাপগুলি ভীষণভাবে বিপজ্জনক, এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে তথ্য সম্প্রচারমন্ত্রক। এখনও পর্যন্ত অনলাইন গেম পাবজি, টিকটক, উইচ্যাট, ইউসি ব্রাউজার সহ মোট ২২৪টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত। এই সমস্ত অ্যাপগুলির গ্রাহক সংখ্যা এ দেশে নেহাত কম ছিল না। তাই লাদাখে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্ত চিনকে বড়সড় ধাক্কা দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।