নয়াদিল্লি: সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। এদিন ভারতীয় সেনার তিন বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, টানা ১৫ দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার মত যথেষ্ট পরিমাণ গোলাবারুদ মজুত করার জন্য। এর আগে তিন সেনাবাহিনী কেবল ১০ দিনের গোলাবারুদ মজুত করে রাখত। তবে এদিন সেই মজুতের পরিমাণ বাড়িয়ে ১৫ দিন করতে বলা হয়েছে।
প্রস্তুতি চলছে অন্যভাবেও। দেশে অস্ত্রশস্ত্র নির্মাণের পাশাপাশি বিদেশ থেকেও বিপুল পরিমাণ গোলাবারুদ আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রের খবর, প্রায় ৫০ হাজার কোটি টাকার অস্ত্র কেনার পরিকল্পনা করে ফেলেছে কেন্দ্রীয় সরকার।
বিগত কয়েক মাস ধরেই চিন-ভারত সীমান্তে দুই সেনাবাহিনীর মধ্যে যে উত্তাপ দেখা যাচ্ছে, তাতে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। যে কোনও সময় যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ফলে কেন্দ্রীয় সরকারও প্রস্তুতি কোনও ফাঁক রাখতে চাইছে না। বায়ুসেনা, নৌসেনা ও সেনাবাহিনীকে সেই কারণেই নির্দেশ দেওয়া হয়েছে ১৫ দিনের হাতিয়ার জমা করার।