কলকাতা: করোনা পরিস্থিতিতে সব কিছু স্বাভাবিক হলেও, মেট্রো পরিষেবা চালু হলেও এখনও পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছে লোকাল ট্রেন। যদিও উৎসব মরশুমের কথা মাথায় রেখে বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো শুরু হয়েছে। তবুও লোকাল ট্রেন চালানোর কথা এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। কিন্তু যত দিন যাচ্ছে, ততই যাত্রীরা লোকাল ট্রেন চালানোর দাবিতে আরও অনড় হচ্ছে। তাদের দাবি, সবই তো চলছে, তাহলে লোকাল ট্রেন কেন নয়? আর এবার হয়তো তাদের ইচ্ছেতেই শিলমোহর পড়তে চলেছে। লোকাল ট্রেন চালাতে চেয়ে এবার রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। গতকাল, বুধবার লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্যকে ফের চিঠি দিয়েছে পূর্ব রেল। আর এবার কেন্দ্রের তরফ থেকেও একই দাবিতে চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারকে।
ওই চিঠিতে রাজ্যকে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালু করতে কেন্দ্রের কোনও অসুবিধে নেই। চাই রাজ্যের সবুজ সঙ্কেত। কিন্তু ট্রেন ট্র্যাকে নামার আগে চাই রণকৌশল। কোভিড আবহে শক্ত বিধিনিষেধ ছাড়া লোকাল ট্রেনে ভিড় জমালে হিতে বিপরীত হতে পারে। তাই রণকৌশল নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দ্রুত আলোচনা চায় কেন্দ্র।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে বন্ধ রেলওয়ে পরিষেবা। পরবর্তী সময়ে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন চালানো হয়। তারপর সাধারণ মানুষের জন্য ধাপে ধাপে পথে নেমেছে কিছু বিশেষ ট্রেন। কিন্তু লোকাল ট্রেনের চাকা এখনও গড়ালো না। তবে যে জরুরি চাহিদার ভিত্তিতে পূর্ব রেল এবং কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে, সেই চাহিদার ভিত্তিতে পুজোর আগে লোকাল ট্রেন চালু হয়ে যেতে পারে, এই সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল। এখন রাজ্য সরকার সবুজ সঙ্কেত দেয় কিনা, সেটাই দেখার।