দেশনিউজ

লে-কে জম্মু-কাশ্মীরের অংশ হিসেবে দেখানোয় টুইটারকে নোটিস পাঠাল কেন্দ্র

Advertisement

নয়াদিল্লি: লে-কে লাদাখের অংশ না দেখিয়ে জম্মু-কাশ্মীরের অংশ দেখিয়েছে টুইটার। আর তাই কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে টুইটারকে নোটিশ পাঠানো হয়েছে। গত ৯ নভেম্বর মাইক্রোব্লগিঙ প্ল্যাটফর্মের গ্লোবাল ভাইস প্রেসিডেন্টকে নোটিশ দিয়ে কেন্দ্রের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে কেন এমন দুঃসাহসের কাজ করেছে টুইটার?

লে-কে লাদাখের অংশ হিসেবে না দেখিয়ে জম্মু-কাশ্মীরের অংশ দেখানো মানে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করা। এমনকি ভারতের সংবিধানে যে অংশের কথা লেখা রয়েছে, তাকে খাটো করে দেখা। এমন দুঃসাহস দেখানো উচিত হয়নি বলেও তীব্র সমালোচনা করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে কোনওরকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি বা কোনও ক্ষমা প্রকাশ করা হয়নি।

তবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় ইলেকট্রনিক্স তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে পাঁচদিনের মধ্যে এই বিষয়ে জবাব চাওয়া হয়েছে তুইতারের কাছ থেকে। কেন টুইটারের সঙ্গে যুক্ত আধিকারিকদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ এই ভুল কাজের জন্য নেওয়া হয় না এমন প্রশ্নও কেন্দ্রের তরফ থেকে তোলা হয়েছে। এর আগেও একটি সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের লাইভ লোকেশন ট্র্যাক করার পর লে-কে চিনের অংশ হিসেবে দেখানো হয়েছিল। বারবার কেন লে-কে লাদাখের অংশ ছাড়া জম্মু-কাশ্মীর কিংবা চিনের অংশ হিসেবে দেখাচ্ছে, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এখনও পর্যন্ত তুইটারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Back to top button