নয়াদিল্লি: কৃষি আইন নিয়ে কৃষকদের কোর্টেই বল ঠেলল কেন্দ্র। ফের আলোচনায় বসার জন্যে কৃষকদের আবেদন জানায় কেন্দ্র। এর আগে কৃষি আইন নিয়ে কেন্দ্রের কোর্টেই বল ঠেলেছিলেন কৃষকরা। বুধবার কৃষকরা বলেছিলেন, আর আলোচনা নয়, চূড়ান্ত সিদ্ধান্ত চান কৃষকেরা। এমনই দাবি কৃষক সংগঠনগুলোর। যদিও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র রাস্তা বলে মনে করছেন। এমনকি কৃষি আইন সংশোধনের কথাও বলেছে কেন্দ্র।
প্রসঙ্গত আগামীকাল শুক্রবার বড়দিনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ রাজ্যের কৃষকদের সঙ্গে কথা বলবেন। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা শোনাবেন কৃষকেরা।
কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন ২৯ দিনে পড়ল। দিল্লির সীমান্তে আন্দোলনে সামিল হয়েছেন প্রায় হাজারের বেশি কৃষক। আন্দোলনে সামিল হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন কৃষকের।