বর্তমানে কিন্তু মহারাষ্ট্র নয় বরং করোনা পরিস্থিতি সবথেকে খারাপ দক্ষিণের রাজ্য কেরলে।করোনাভাইরাস প্রসঙ্গে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানালেন, কেরল বর্তমানে এমন একটি রাজ্য হয়ে গিয়েছে যেখানে প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। ভারতে করোনাভাইরাস এর যত মোট সংখ্যা রয়েছে, তার মধ্যে অর্ধেকের বেশি রয়েছে কেরলে। এবং কেরল বর্তমানে এমন একটি রাজ্য যেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি।
রাজেশ ভূষণ বললেন, ‘কেরল বর্তমানে এমন একটি রাজ্য হয়ে গিয়েছে যেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যা এক লক্ষ। এছাড়া দেশের অন্যান্য ৪টি রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ্যের মধ্যে রয়েছে। তবে, বর্তমানে ভারতের সবথেকে বেশি করোনা আক্রান্ত রাজ্য কেরল।’
কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিক আরো বললেন, কেরলে টেস্টের সংখ্যা বাড়াতে হবে, আরো বাড়াতে হবে কন্ট্রাক্ট ট্রেসিং। এছাড়াও যারা বর্তমানে হোম আইসোলেশন এ রয়েছেন তাদের উপরে নজরদারি বৃদ্ধি করতে হবে। কেরলের ৮০ শতাংশের বেশি রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। এই কারণে তাদের ব্যাপারে খোঁজখবর বাড়াতে হবে।
রাজ্যের তালিকায় বর্তমানে দ্বিতীয় জায়গায় আছে মহারাষ্ট্র। ১৬ শতাংশ কেস রিপোর্ট হচ্ছে ওই রাজ্য থেকে। এরপর আছে আরো ৩টি রাজ্য যেখানে বর্তমানে ৪ থেকে ৫ শতাংশ করোনা কেস রিপোর্ট করা হচ্ছে। এই তিনটি রাজ্যও দেশের দক্ষিণ অংশ থেকেই আসে। সেগুলি হলো, কর্ণাটক, তামিল নাড়ু এবং অন্ধ্র প্রদেশ।