বাঙালির ভাবাবেগ নেতাজি সুভাষচন্দ্র বসু কে কেন্দ্র করে এবারের উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। আগামী বিধানসভা নির্বাচনের সকলেই চাইছে নেতাজি কে ইস্যু করে নির্বাচনী বৈতরণী পার করতে। এবারে সেই উদ্দেশ্যেই ঐতিহ্যবাহী হাওড়া কালকা মেল এর নাম নেতাজি এক্সপ্রেস করে দিল ভারতীয় রেল। আগামী ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Basu) ১২৫ তম জন্মজয়ন্তীর প্রাক্কালে রেল ঘোষণা করল। জানা যায়, ১৯৪১ সালে কলকাতায় বাড়ি থেকে ব্রিটিশের নজরবন্দি এড়িয়ে পালানোর সময় তৎকালীন বিহারের গোমো স্টেশন থেকে কালকা মেল ধরেছিলেন নেতাজি। আর সেই স্টেশন বর্তমানে ঝাড়খন্ডে অবস্থিত।
ওই ঐতিহ্যবাহী হাওড়া কালকা মেল এর নাম পরিবর্তন করল এদিন ভারতীয় রেল। বুধবার কালকা মেল এর নামকরণের কথা টুইট করে ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyel)। পীযূষ গোয়েল জানিয়েছেন,”১২৩১১/১২৩১২ হাওড়া কালকা এক্সপ্রেস এর নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস রাখা হলো। এই নাম পরিবর্তন করে বেশ খুশি ভারতীয় রেল। নেতাজি পরাক্রম ভারতের স্বাধীনতা ও উন্নতির এক্সপ্রেসে তুলে দিয়েছিল বলে টুইট করেছেন তিনি। আর নেতাজি এক্সপ্রেসে সূচনার মধ্য দিয়ে নেতাজির জন্মদিন আরো ভালোভাবে পালন করার কথা ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
জানিয়ে রাখি স্বাধীনতার আগের সময় কমার্শিয়াল ট্রেন গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কালকা মেল। কলকাতার সঙ্গে কালকা স্টেশন যুক্ত করত এই ট্রেন। মঙ্গলবার সকালে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র ঘোষণা করেছিল নেতাজির জন্ম দিবস কে তারা পরাক্রম দিবস হিসেবে পালন করতে চলেছেন। আর তারপরেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি নন। নেতাজি সুভাষচন্দ্র বসু একজন দেশ নায়ক ছিলেন। তাই তার জন্ম দিবস দেশনায়ক দিবস হিসেবে পালন করা উচিত বলেও তার অভিমত। যদিও, নেতাজী সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত চলছেই। তারই মধ্যে কালকা মেলের এরকম নাম পরিবর্তন বেশ ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।