কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৪ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। তবে কেন্দ্রের সাথে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বিস্তর ফারাক হয়েছে।
বুধবার বিকালে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫৫০ জন। কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা থেকে ৮৮ শতাংশ করোনা কেস পাওয়া গেছে বলে মুখ্যসচিব জানিয়েছেন। রাজ্যের হিসাবে করোনাতে মারা গেছেন ২২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১২৪ জন।
মুখ্যমন্ত্রী গতকাল রাজ্যের গ্রিন জোনগুলিতে পাড়ায়-পাড়ায় ছোট দোকান খোলার কথা ঘোষণা করেছেন। এছাড়া গ্রিন জোনে ফ্যাক্টরি চালু হয়েছে। কলকাতায় হোম ট্যাক্সি চালু হবে বলে কাল বৈঠকে ঘোষণা করা হয়েছে। আর গ্রিন জোনে পাবলিক বাস চালু করা হবে, কিন্তু সেখানে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। আর অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্বতা বজায় রাখার কথা বলা হয়েছে।