Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্যের সঙ্গে চরম সংঘাতে কেন্দ্র, ফের রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রীয় দলের

Updated :  Saturday, April 25, 2020 6:45 PM

কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। ফের রাজ্যকে কড়া চিঠি কেন্দ্রের। শনিবার ফের রাজ্যের মুখ্যসচিবকে ২ টি কড়া চিঠি দিয়েছেন অজয় ভাল্লা । সরাসরি রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে চিঠিতে লেখা হয়েছে। কেন্দ্রের ৪ টি চিঠির কোনও উত্তর দেয়নি রাজ্য সরকার। শুধু তাই নয়, কেন্দ্রীয় দলকে রাজ্যের তরফ থেকে কোনোরকম সুবিধা দেওয়া হচ্ছে না বলে কেন্দ্রের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

কেন্দ্র পরিদর্শনে যেতে চাইলে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল যেখানে খুশি যেতে পারেন। কেন্দ্র তাদের সাথে সিনিয়র অফিসারদের পাঠাতে বললে রাজ্যের তরফ থেকে জুনিয়র অফিসারদের পাঠানো হয় বলে অভিযোগ। এই সমস্ত অভিযোগের সাথে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে অসুন্তুষ্ট কেন্দ্র। চিঠিতে রাজ্যের নিজামুদ্দিন ফেরতদের সম্পর্কে সমস্ত তথ্য জানতে চেয়েছে কেন্দ্র।

কেন্দ্র এর সাথেই সঞ্জীবনী হাসপাতালে আরও কর্মীর প্রয়োজন আছে বলে জানান। এছাড়া সব জায়গাতে ঠিক মতো সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না বলেও কেন্দ্র অভিযোগ করেন। করোনা টেস্টিংয়ের জন্য একই ভ্যানে অনেকে মিলে যাতায়াত করছেন, সেইদিকটাও বিশেষ নজর দেবার কথা বলেছে কেন্দ্র। ডুমুরজলা হাসপাতালের দিকেও নজর দেবার জন্য বলেছে। ক্রমেই কেন্দ্র ও রাজ্যের সংঘাত চরমে উঠছে।