প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ধারীদের জন্য রয়েছে বড় সুখবর। ইপিএফওয়ের সাত কোটি গ্রাহক এই মাসের শেষ নাগাদ একটি দারুন খবর পেতে চলেছেন এই সরকারি সংস্থার তরফ থেকে। ২০২২ সালের আর্থিক বছরের সুদ প্রভিডেন্ট ফান্ড একাউন্টধারীদের একাউন্টে স্থানান্তর করতে চলেছে সরকার। আপনাদের জানিয়ে রাখি এবার থেকে ৮.১ শতাংশ হারে আপনারা সুদ পাবেন এবং বলা হচ্ছে চলতি মাসের শেষ নাগাদ সুদের টাকা পাঠানো হবে ভারতীয় অর্থ দপ্তরের তরফ থেকে। চলতি বছরের সুদ ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায় রয়েছে এই মুহূর্তে।
গত বছর সুদের জন্য মানুষকে ৬ থেকে ৮ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। গত বছর করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি ছিল আলাদা তবে এ বছর আর দেরি করতে চাইছে না সরকার। সংবাদমাধ্যম সূত্রে খবর চলতি মাসের শেষ নাগাদ একাউন্টে সুদের টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং যদি আপনার পিএফ একাউন্টে ১০ লক্ষ টাকা থাকে তাহলে আপনি সুদ হিসেবে ৮১ হাজার টাকা পেয়ে যাবেন। সেরকম ভাবেই যদি আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৭ লক্ষ টাকা থাকে তাহলে আপনি পেয়ে যাবেন ৫৬ হাজার ৭০০ টাকা সুদ।
আপনার প্রভিডেন্ট ফান্ড একাউন্টে টাকা চেক করতে হলে আপনাকে রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬ নম্বরে মিসকল দিতে হবে। অবশ্যই ফোনটি রেজিস্টার করা মোবাইল নম্বর থেকে করবেন নতুবা কাজ হবে না। এরপর আপনার কল কাট হয়ে যাবে এবং আপনার ব্যালেন্সের সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন খুব সহজে বাড়িতে বসেই। এছাড়াও যদি আপনার কাছে UMANG এপ্লিকেশন থাকে এবং সেখানে আপনি রেজিস্টার করিয়ে রাখেন তাহলে আপনি সেখান থেকেও ব্যালেন্স চেক করতে পারেন।