দেশনিউজ

রাজ্যগুলিকে সরাসরি সাহায্য না করে ঋণ দেওয়ার পরিমাণ বাড়াল কেন্দ্র

Advertisement

কেন্দ্রের আর্থিক প্যাকেজের শেষদিনের ঘোষণায় রাজ্যগুলিকে সাহায্যের দিকে হাত বাড়াল কেন্দ্র। এদিন রাজ্যগুলির জন্য দুটি বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তবে রাজ্যগুলিকে সরাসরি অর্থ দিয়ে সাহায্য করছে না কেন্দ্র। তার পরিবর্তে তাঁদের দেওয়া ঋণের পরিমাণ বাড়ানো হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে রাজ্যের জন্য বেতন এবং সামর্থ্য খাতে অগ্রিমের পরিমাণ ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। এরফলে রাজ্যগুলি টানা ৩ সপ্তাহ কেউ টাকা ওভার ড্রাফট করতে পারবে।

এছাড়া তিনি আরও বলেন যে রাজ্যগুলির জিডিপি-র নিরিখে ঋণ গ্রহণের পরিমান ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হল। এই তহবিলে রাজ্যগুলি আগে সাড়ে ৬ লক্ষ কোটি টাকার বেশি ধার করতে পারত, এখন সেটা আরও ৪ লক্ষ ২৮ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে এই বৃদ্ধি অবশ্যই শর্তসাপেক্ষ। আর এই ঋণ জিডিপির তহবিল থেকে নেবার ক্ষেত্রে আগে বছরের প্রথমে ৫০% নেওয়া যেত, এখন সেটা বাড়িয়ে ৭৫ % করা হয়েছে। প্রয়োজনে রাজ্যগুলি আরও ঋণ নিতে পারবে বলে তিনি জানিয়েছেন।

এর পাশাপাশি রাজ্যগুলিকে যে পরিমান অর্থ দেওয়া হয়েছে। সেটার ও তিনি বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন যে ইতিমধ্যেই রাজ্যের প্রাপ্য বাবদ ৪৬ হাজার ৩৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ৪ হাজার ১১৩ কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। আবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিলে ১১ হাজার ৯২ কোটি টাকা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Related Articles

Back to top button