করোনা ভাইরাসের নামে এবার সাইবার হামলার ছক কষছে চীন। কেন্দ্রকে এমনই সতর্কতা বাণী দেওয়া হয়েছে সাইবার নজরদারি সংস্থার তরফে। সীমান্ত নিয়ে চীনের সাথে এই মুহূর্তে ভারতের পরিস্থিতি উত্তপ্ত। গত সোমবার গালওয়ান উপত্যকায় চীনা সেনার সাথে ভারতীয় সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়েছে। এর মধ্যে আবার চীনা হ্যাকারদের নিয়ে এই সতর্কবার্তা দেওয়া হলো কেন্দ্রকে।
জানা যাচ্ছে, কোভিড ১৯ এর নাম নিয়ে হতে পারে হ্যাকিং। অর্থনৈতিক লেনদেন চলে এবং সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান হয় এমন কিছু ওয়েবসাইটে হামলা চালাতে পারে চীনা হ্যাকাররা। ভারতীয় কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম বা সিইআরটি জানিয়েছে, সরকারি ক্ষেত্র গুলিতেই নজর চীনা হ্যাকারদের। বিশেষত গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্র গুলিতে তারা হ্যাকিং চালাতে পারে। এর ফলে অনেক গোপন তথ্যই যে তাদের হাতে চলে যাবে সেকথা বলাই বাহুল্য।
সাইবার সংস্থা গুলির তরফে ncov2019@gov.in এই ওয়েবসাইট থেকে কোনো মেইল এলে তা না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই মেইলের মাধ্যমে করোনা ভাইরাসের নাম করে কোনো ভুয়ো মেইল পাঠানো হতে পারে। তাই এই ধরণের কোনো মেইল না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে যে কোনও ধরণের মেইল সতর্ক না হয়ে খুলতে বারণ করা হয়েছে সাইবার বিশেষজ্ঞদের তরফে। এই স্প্যাম মেইল গুলোর মাধ্যমে সহজেই তথ্য হাতিয়ে নেওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন তারা।