Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১ লাখ টাকা বেড়ে ১.৫৭ কোটি টাকা, সবদিক থেকেই সেরা এই সেরা কোম্পানির স্টক

Updated :  Saturday, September 10, 2022 9:09 PM

Cera স্যানিটারি কোম্পানির শেয়ারে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন মালামাল রিটার্ন। এই মুহূর্তে সংস্থার বাজারের মূলধন রয়েছে ৭২৬১ কোটি টাকা। মিডিয়াম মার্কেটের কোম্পানি হলেও এই শেয়ারের স্টক এই মুহূর্তে মাল্টিব্যগর। রান্নাঘরের সিঙ্ক, আয়না, বেসিন, শাওয়ার প্যানেল, টাইল ইত্যাদি পণ্যের অন্যতম বড় ব্যবসায়ী সংস্থা এটি। ব্যবসায় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে ভারতের অন্যতম একটি বড় কোম্পানিতে পরিণত হয়েছে এটি। বিগত কয়েক বছরে বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিয়েছে এই সংস্থার শেয়ার।

এই মুহূর্তে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্ট হয়েছে এই সংস্থার শেয়ার। বৃহস্পতিবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ৫৫১০ টাকা ক্লোজ হয়েছে এই কোম্পানির শেয়ার। গতকালের তুলনায় ১.১৩% কমলেও মাত্র ৭০.৭৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এই কোম্পানির শেয়ারের দাম। পরে নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত স্টক বিনিয়োগ করার জন্য। এখনো পর্যন্ত এই স্টকের সর্বোচ্চ ভ্যালু পৌঁছেছে ৭৭৫৮.৬৬% এ। ২০০৭ সালের একেবারে শুরুর দিকে যদি আপনি এই কোম্পানিতে বি নিয়োগ করতেন এক লক্ষ টাকা তাহলে তার বিনিময়ে পেয়ে যেতেন ১৪১৩ শেয়ার। ২ সেপ্টেম্বর ২০১০ এ ১:১ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করেছিল এই কোম্পানিটি। এর ফলে বিনিয়োগকারীদের শেয়ারের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে এবং তাদের শেয়ারের সংখ্যা হয়েছে প্রায় দ্বিগুণ

অর্থাৎ ১৪১৩টি পর বেড়ে পৌঁছেছে ২,৮২৬ এ। শেয়ার ইস্যু করার সময় এই পরিমাণ শেয়ার এর মোট মূল্য ছিল ৪ লক্ষ টাকার বেশি। হঠাৎ এরপরেই এক লক্ষ টাকার প্রাথমিক বিনিয়োগে চারগুণ বেড়ে ৪ লাখের বেশি হয়ে গিয়েছিল। আজকের বাজার মূল্যে ২৮২৬টি শেয়ারের মোট দাম হবে ১.৫৭ কোটি টাকারও বেশি। প্রাথমিক বিনিয়োগের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি।