আজকালকার দিনের বিনোদনের স্বাদ অনেকটাই বদলে গিয়েছে। বিশেষ করে করোনা মহামারির পর থেকে প্রথাগত টিভি বা রেডিওর বিনোদন ছেড়ে সকলেই ঝুঁকেছে মুঠোফোনের দিকে। গজিয়ে উঠেছে নানা ওটিটি অ্যাপ। আজকাল তো এইসব অ্যাপ পিছনে ফেলে দিয়েছে বলিউডকে। এই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ যা দেখে রাতের ঘুম উড়বে আপনার। এই সমস্ত ওয়েব সিরিজের রস চেটেপুটে খায় দর্শকরা। ঘরের দরজা বন্ধ করে এই সমস্ত ওয়েব সিরিজের কামুক মাদকতায় হারিয়ে যেতে চান সকলেই।
এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এই সমস্ত ওয়েব সিরিজের হট সিন দেখে এই ঠান্ডায় ঘাম দিতে পারে আপনার।
সম্প্রতি অ্যাডাল্ট ওয়েব সিরিজ দুনিয়াতে জনপ্রিয়তা পাচ্ছে Ullu প্ল্যাটফর্ম। এই অ্যাডাল্ট ওয়েব সিরিজ দুনিয়াতে এই অ্যাপকে বাদশা বলা যেতে পারে। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে যেই ভিডিও ভাইরাল হচ্ছে তাতে রয়েছে উল্লু অ্যাপের একটি ওয়েব সিরিজ। “চাচী নং ১” হল একটি ওয়েব সিরিজ যা হিন্দি ভাষায় উল্লু অ্যাপে রিলিজ করেছিল। আপনি ভুল করেও এই ভিডিওটি পরিবারের সামনে দেখবেন না। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রাজকতা জাহাগীরধর। তাঁর হট সিন দেখে লজ্জা পাবেন আপনিও। এর কিছু ঝলক দেখতে চাইলে ট্রেলার এখানেই দেখে নিন।














New Movies to Watch This Weekend — ‘The Running Man,’ ‘One Battle After Another,’ ‘Nobody 2’ Drop Big Releases