দক্ষিণবঙ্গের আঘাতে বৃষ্টিপাত চলতেই থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অফিসের নতুন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আজকে দক্ষিণের চারটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই চারটি জেলা হল বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং নদীয়া। এছাড়াও কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বর্তমানে এবং এর প্রভাবে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলার অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই পাঁচটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও অতি ভারী বৃষ্টির কারণে কমলা সর্তকতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে খবর ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া উত্তরবঙ্গের একটু নিচের দিকে জেলাগুলি যেমন- মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেখানেও ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এই তিনটি জেলায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজকে কলকাতার আকাশ আংশিক মেঘলা।বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতার বেশ কিছু জায়গায়। উত্তর কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। আজকের দিনের স্বাভাবিক তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ একটু বেশি হওয়ার কারণে ঘর্মাক্ত পরিবেশ সৃষ্টি হতে পারে।