রাজ্যে ঝোড়ো ইনিংস শুরু করে দিয়েছে মৌসুমী বায়ু। সারা বাংলায় জল থৈ থৈ অবস্থা। এরম পরিস্থিতিতে বাংলার মানুষের জন্য আবারো বৃষ্টির পূর্বাভাস, হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্যজুড়ে আজকে আকাশ একেবারেই মেঘলা থাকবে, তার সঙ্গেই উত্তর বঙ্গে বৃষ্টি চলবে। কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। তার সাথেই কোথাও কোথাও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে। প্রবল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে। তার কারণ, একটি নিম্নচাপ অক্ষরেখা।
রাজস্থান থেকে বঙ্গোপসাগর অবধি একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। ঝাড়খন্ড এবং বাংলার ওপরে দিয়ে এই অক্ষরেখা গেছে। আর এই নিম্নচাপ অক্ষরেখা প্রবল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করাচ্ছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায়। যার কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে সারা সপ্তাহ জুড়ে। এছাড়াও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এছাড়াও, বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৬.১ মিলিমিটার।