বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি গভীর নিম্নচাপ এবং এই কারণে আগামী বুধ এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার।আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জেলা নয় রাজধানী কলকাতা ও ভাসতে পারে এই বৃষ্টিতে। এর ফলে বৃষ্টি প্রিয় বাঙ্গালীদের জন্য এই সপ্তাহটা খুবই ভালো হতে চলেছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী বুধ এবং বৃহস্পতিবার নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে অন্যতম হলো উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। এই তিনটি জেলায় ভয়াবহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এই জেলায় জারি করেছে কমলা সর্তকতা। তার পাশাপাশি ইতিমধ্যেই এই জেলার মানুষদের সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এই সময়ে রাস্তায় বেরোলে সুরক্ষিত থাকেন।
অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্লাবনের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু এলাকায়।
অন্যদিকে জলপথ পরিবহন বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আগামীকাল ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।এছাড়াও, শুধুমাত্র বুধবার না বৃহস্পতিবার বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও পশ্চিমে জেলাগুলিতে লাগাতার বর্ষণ চলতে থাকবে বলে জানানো হয়েছে।