নিউজরাজ্য

আজকেও ভারী বর্ষণে ভাসবে বাংলার বেশ কিছু জেলা, জারি সতর্কতা

বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়।

Advertisement

আগে যেরকম ভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছিল সেরকম ভাবে আর হচ্ছে না, কিন্তু তবুও এখনই যে বর্ষা চলে যাচ্ছে সেরকম কোনো ব্যাপার নয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বরং রবিবার দক্ষিণবঙ্গে আরও একটু বৃষ্টির সম্ভাবনা আছে বৈকি। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। সাথে সাথেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি, হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে কি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সীমা অতিক্রম করে পশ্চিমের দিকে রাজ্যগুলিতে যাবে। ঝাড়খন্ড এবং দক্ষিণ বিহারের দিকে সরার কথা এই নিম্নচাপ অক্ষরেখার। এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই যত বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে।

তবে এই নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে নিজের রাস্তা বদল করতে শুরু করেছে। তার ফলে আস্তে আস্তে উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এখন নিম্নচাপ রাজ্য থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে চলে গেছে এবং দেওঘরের সামনাসামনি কোন একটি জায়গায় অবস্থান করছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের জেলাগুলিতে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গের পশ্চিমের কিছু কিছু জেলা, যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের বেশকিছু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলশ্রুতি দার্জিলিং এবং কালিম্পং এ রাস্তায় ধ্বস নামার মতো পরিস্থিতি আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশকিছু জেলায় প্রত্যেকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে, যার ফলে উত্তরবঙ্গে প্লাবনের সম্ভাবনা দেখা গিয়েছে বেশ কিছু জায়গায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজকে কলকাতার সর্বাধিক তাপমাত্রা মোটামুটি ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৭৯ শতাংশ থাকবে।

Related Articles

Back to top button