নিউজরাজ্য

সকাল থেকেই আকাশের মুখ ভার! বৃষ্টি নিয়ে কী বার্তা দিল হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখনই পশ্চিমবঙ্গের মাথা থেকে বৃষ্টিপাতের ভ্রুকুটি কাটছে না

Advertisement

রাজ্যে ইতিমধ্যেই বৃষ্টির ভ্রুকুটি শুরু হয়ে গিয়েছে। একাধিক জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজ্যে প্রবেশ করে গেছে মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ুর প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গে। জায়গায় জায়গায় আগামী কয়েকদিন ধরে রাজ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনই আবহাওয়ার বড় রকম কোনো পরিবর্তন হচ্ছে না। আজকের পূর্বাভাসে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে বীরভূম, পুরুলিয়া এবং বেশ কয়েকটি জায়গায় ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং এর মধ্যে কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। তার সাথেই, নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর বিস্তৃত রয়েছে বর্তমানে। তাই এই সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর। ঝাড়খণ্ডের উপর বর্তমানে নিম্নচাপ অবস্থান করছে। তাই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

বর্তমানে মুর্শিদাবাদে ও নদীয়াতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি মাপের বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং দার্জিলিং কালিম্পং এর কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

রাজ্যে বর্ষা প্রবেশ করার পর থেকেই জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ঘটনা সামনে আসছে। আকাশ বর্তমানে মেঘলা এবং হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে গোটা সপ্তাহ জুড়ে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আবহাওয়ার কোন পরিবর্তন হবে না বলেও তারা জানিয়েছে। সাথেই হাওয়া অফিসের কথায়, উপকূলবর্তী জেলাগুলিতে এখনো পর্যন্ত সর্তকতা রয়েছে। ভরা কোটাল এর সম্ভাবনা এখন তেমন ভাবে না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার ফলে সেই সমস্ত জায়গায় জলমগ্ন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button