এডিজি রাজীব কুমার কে পুলিশি দায়িত্ব থেকে তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব করা হয়েছে। আইএএস এবং আইপিএস এর মধ্যে নবান্ন থেকে বড় পরিবর্তন হয়েছে। এই তালিকায় থাকা ছয় জনের মধ্যে রাজীব কুমার এতদিন পুলিশের দায়িত্বে থাকলেও এবার তাকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে রং কাকে তথ্যপ্রযুক্তি দপ্তরের প্রধান সচিব করা হয়েছে।
এই ঘটনাটিতে অনেকেই বিস্মিত। অতিরিক্ত মুখ্য সচিব আইএএস দেবাশিস সেন এতদিন দেখতেন এই দফতরটি। এই পদটি আই এস এস এর ‘ক্যাডার পোস্ট’। যা এবার একজন আইপিএস অফিসার কে দেওয়া হল।
আরও পড়ুন : ‘আগুন নিয়ে খেলবেন না’, বিজেপিকে সতর্কবার্তা মমতার
এছাড়াও এই রদবদলে একজন আইপিএস অফিসারের কারা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে একজন আইএএস অফিসার এ সুব্বাইয়াকে। সুমন্ত চৌধুরী কে দেওয়া হয়েছে ডিজি পদ।