ট্রেনের টিকিট কাটার নিয়মে পরিবর্তন, এবার থেকে মিলবে তৎকালের সুবিধা
রেল যাত্রাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে টিকিট কাটার নিয়মে পরিবর্তন আনলো রেল। ১২০ দিন আগে থেকে টিকিট কাটার পাশাপাশি তৎকাল বুকিংয়ের সুবিধাও ফিরিয়ে আনা হল। বৃহস্পতিবার ভারতের রেল মন্ত্রক জানিয়েছে যে, রাজধানীর সমতুল্য ৩০ টি ট্রেন ও ১ লা থেকে চালু হওয়া ২০০ টি স্পেশাল ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে তৎকাল বুকিংয়ের সুবিধা ফিরিয়ে আনা হচ্ছে। একইসঙ্গে আসন সংরক্ষণ নিশ্চিত করতে ১২০ দিন আগে টিকিট কাটা যাবে বলে জানিয়েছে রেল।
শুধু তাই নয়, আরও বেশ কিছু নিয়মে পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে যে, এবার থেকে ট্রেনে পার্সেল ও মালপত্র নিয়ে যাওয়ার সুবিধাও চালু হচ্ছে। দীর্ঘ লকডাউনের ধাক্কা কাটিয়ে রেল পরিষেবাকে স্বাভাবিক করার লক্ষ্যেই ভারতের রেল মন্ত্রকের এমন সিদ্ধান্ত বলে ঈঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার এক ঘোষণায় একথা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
তবে, রেলের এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ৩১ শে মে সকাল ৮ টা থেকে। সেদিন থেকেই তৎকাল টিকিট বুকিং-ও করা যাবে। পর দিন ১ লা জুন থেকে পূর্ব ঘোষণা মতো চলবে ২০০ টি স্পেশাল ট্রেন। এসি কোচের পাশাপাশি নন-এসি কোচের সুবিধাও থাকবে এই ট্রেনগুলিতে। একইসঙ্গে চলবে দিল্লি থেকে দেশের বিভিন্ন শহরে চলাচল করা রাজধানীর সমতুল্য ১৫ জোড়া ট্রেনও।