Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘চরিত্রহীন’ স্বস্তিকার ভিডিও প্রকাশ্যে, ঝড়ের গতিতে ভাইরাল, দেখুন

Updated :  Monday, October 19, 2020 10:12 PM

সম্প্রতি ভাইরাল হলো ‘চরিত্রহীন 3’-এর ট্রেলার। এই ট্রেলার ভাইরাল হলো অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির হাত ধরেই। তিনি নিজের ইন্সটাগ্রামে এই ট্রেলার পোস্ট করে লিখেছেন যে,ভালোবাসা মানুষকে পাগল করে দেয়,কিন্তু কিছু বুদ্ধিমানের তা বোধগম্য হবে না,তাঁরা এই সিনটাকে শুধুই বেড সিন বলবেন। স্বস্তিকার এই মন্তব্য ঝড় তুলেছে নেটিজেনদের মধ্যে। কেউ বলেছেন, স্বস্তিকা ভালোবাসার অর্থ বোঝেন না। কেউ আবার বলেছেন এই ওয়েব সিরিজ যিনি বানিয়েছেন , তাঁর আরো পড়াশোনা করা উচিত ছিল। অনেকে আবার ট্রেলারটির প্রশংসা করেছেন। প্রসঙ্গত, ‘চরিত্রহীন 3’-এর ট্রেলারে একটি বেড সিন দেখানো হয়েছে যাতে স্বস্তিকা রয়েছেন। তবে অনেকের মনে এই প্রশ্নও উঠেছে, তবে কি এই ধরনের অন্তরঙ্গ সিনে অভিনয় করার পরে স্বস্তিকার মনে কি কোনো পাপবোধ কাজ করে? নাহলে সোশ্যাল মিডিয়ায় ট্রেলার পোস্ট করার পর তাঁর এই কথা লেখার দরকার কি ছিল?

‘চরিত্রহীন 3’ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে বাংলা ওটিটি প্লাটফর্মে ‘হইচই’-এ। এই ওয়েব সিরিজে স্বস্তিকা মুখার্জি ছাড়াও অভিনয় করেছেন নয়না গাঙ্গুলী, মুমতাজ সরকার, সৌরভ দাস প্রমুখ। ‘চরিত্রহীন 3’- এর পরিচালক হলেন দেবালয় ভট্টাচার্য। এই ওয়েব সিরিজটির প্রযোজক হলো শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। বলিউড অভিনেত্রী শমিতা শেঠির পছন্দ হয়েছে এই ট্রেলারটি।

স্বস্তিকা মুখার্জি বরাবর বিতর্কিত হতে পছন্দ করেন। বিতর্ক তাঁর স্টারডম বাড়িয়ে দেয় কিছুদিন আগে তিনি নতুন হেয়ারকাট করেছেন যাতে তাঁর মাথায় খুব কম চুল রয়েছে এবং কপালের একপাশে একগুচ্ছ চুলের অস্তিত্ব রয়েছে। স্বস্তিকা এই হেয়ারকাট করে নারীর সৌন্দর্যবিষয়ক বিতর্কিত মন্তব্য করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর ফলে স্বস্তিকাকেও সমালোচনার মুখে পড়তে হয়।