Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Charmsukh Sauda: সবচেয়ে সাহসী দৃশ্য উল্লুর এই ওয়েব সিরিজে, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

Updated :  Thursday, December 1, 2022 4:57 PM

বর্তমান যুগে দাঁড়িয়ে আজকের ব্যস্ত প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সবসময় প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার সময় থাকে না অনেকের কাছেই। কাজের মাঝে কিংবা কাজের শেষে যদি নিজেদের সময় মত বিনোদনের জন্য কিছু সিনেমা কিংবা সিরিজ দেখে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। তবে বর্তমানে চাহিদা হিসেবে বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করেন আজকের দর্শকরা। যার প্রায় প্রতিটা দৃশ্য থাকে উষ্ণতার ছোঁয়া। আর সেইরকম ওয়েব সিরিজের কথা বলতে গেলে ‘উল্লু’ প্ল্যাটফর্মে মুক্তি প্রাপ্ত ‘চরমসুখ সওদা’র কথা আসবেই।

চিত্রনাট্য অনুযায়ী, এটি একটি বাঙালি পরিবারের গল্প। এই সিরিজে হিরণ্ময় একই ব্যক্তির দুই কন্যাকে একসাথে বিবাহ করেন। তবে তারা দুজনেই এই বিয়েতে মন থেকে খুশি ছিল। কিন্তু বিয়ের পর যত সময় যায় হিরণ্ময়ের আসল চেহারা ধীরে ধীরে সামনে আসতে থাকে। আর তাদের পক্ষে হিরণ্ময়কে সামলানো রীতিমতো মুশকিল হয়ে যায়। এরপরে গল্প কিভাবে এগোয়! তা জানতে গেলে দেখতে হবে গোটা ওয়েব সিরিজটি। তবে এই সিরিজে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, যা রীতিমতো ঘাম ঝরায় দর্শকদের। ভুলেও পরিবারের বড়দের সামনে চালানো উচিৎ নয় এই সিরিজ।

উল্লেখ্য উল্লুর এই সিরিজে হিরণ্ময়ের চরিত্রে অভিনয় করেছেন রোহিত শর্মা। আর তার দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তৃষা চৌধুরী ও অপেক্ষাকে। এখানে তাদের বাবার চরিত্রে দেখা গিয়েছে জয় শঙ্করকে। সিরিজে ইরা সোনির চরিত্রে অভিনয় করেছেন সুমেধা। বলাই বাহুল্য, এই ওয়েব সিরিজে সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের থেকেও বেশি নজর কেড়েছে বোল্ড দৃশ্যগুলি। আর দর্শকরা যে সেগুলোই বেশি উপভোগ করছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। বর্তমান প্রজন্মের একাংশের মাঝে বোল্ড সিরিজ হিসেবে তুমুল জনপ্রিয়তা রয়েছে এই ওয়েব সিরিজের।