Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ছট পুজোর আগেই রুট বদল হল একাধিক গুরুত্বপূর্ন ট্রেনের, আপনার ট্রেন ঠিক রুটে চলছে তো?

সেন্ট্রাল রেলওয়ের ধানবাদ বিভাগের গুড়পা স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে ভারতের রেলওয়ে যাত্রীদের এবার বড় আপডেট দিল পূর্বমধ্য রেলওয়ে। পূর্ব রেল সূত্রে খবর, এই ঘটনার জন্য রাজধানীসহ বেশ কয়েকটি এক্সপ্রেস…

Avatar

সেন্ট্রাল রেলওয়ের ধানবাদ বিভাগের গুড়পা স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে ভারতের রেলওয়ে যাত্রীদের এবার বড় আপডেট দিল পূর্বমধ্য রেলওয়ে। পূর্ব রেল সূত্রে খবর, এই ঘটনার জন্য রাজধানীসহ বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন অন্য রোড দিয়ে চলাচল করবে বলে জানানো হয়েছে। যে সমস্ত ট্রেনের উপরে এই প্রভাব পড়েছে তার মধ্যে রয়েছে, 12301 হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, 12313 শিয়ালদা থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, 12259 শিয়ালদা থেকে বিকানের দুরন্ত এক্সপ্রেস এবং 12175 হাওড়া থেকে গোয়ালিয়র এক্সপ্রেস। এই চারটি এক্সপ্রেস ট্রেন আসানসোল থেকে ঝাঝা হয়ে পাটনা দিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন পর্যন্ত চলবে। তবে এর আগের রুট ছিল আসানসোল থেকে ধানবাদ হয়ে গয়া হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন।

অন্যদিকে, 12366 রাঁচি থেকে পাটনা এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য রুটে। এই ট্রেন রাঁচি থেকে তরী-গারোয়া রোড-দেহেরি-অন-শোনে-গয়া হয়ে আসবে। এই ট্রেনের পূর্ববর্তী রুট ছিল রাঁচি – বোকারো স্টিল সিটি – গোমো – গয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

12381 হাওড়া থেকে নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, 13151 কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং 12319 কলকাতা থেকে আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস এর রুট পরিবর্তিত হয়েছে। এই তিনটি ট্রেন এবারে আসানসোল হয়ে ঝাঁঝা হয়ে পাটনা হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন দিয়ে যাত্রা করবে। এই ট্রেনের পূর্ববর্তী রুট ছিল আসানসোল থেকে ধানবাদ হয়ে গয়া হয়ে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশন।

12260 বিকানের থেকে শিয়ালদা এক্সপ্রেস, 12988 আজমির থেকে শিয়ালদা এক্সপ্রেস, 12382 নিউ দিল্লি থেকে হাওড়া পূর্বা এক্সপ্রেস, 13152 জম্মু তাওয়াই থেকে কলকাতা এক্সপ্রেস গয়া – কিউল – ঝাঁঝাঁ- আসানসোল হয়ে যাবে। 12444 আনন্দ বিহার (টি) থেকে হলদিয়া এক্সপ্রেস পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় স্টেশন থেকে পাটনা হয়ে ঝাঁঝা হয়ে আসানসোল হয়ে চলবে। এছাড়াও, 13553 আসানসোল থেকে বারাণসী এক্সপ্রেস, 13546 গয়া থেকে আসানসোল এক্সপ্রেস এই সমস্ত ট্রেনের রুট কাটছাঁট করতে হয়েছে। এই ধরনের যাত্রীদের অসুবিধা হওয়াতে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় রেলওয়ে।

About Author