হাজিরা দিতে এসে গায়ে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ছত্রধর মাহাতো

কলকাতা: বেশ কয়েকবছর আগের মামলা নিয়ে ফের এনআইএ তলব করেছে ছত্রধর মাহাতোকে। তাই আজ, শুক্রবার হাজিরা দেওয়ার জন্য কলকাতায় এসেছিলেন ছত্রধর মাহাতো। কিন্তু আদালতে ঢোকা তাঁর আর হল না। গাড়িতেই…

Avatar

কলকাতা: বেশ কয়েকবছর আগের মামলা নিয়ে ফের এনআইএ তলব করেছে ছত্রধর মাহাতোকে। তাই আজ, শুক্রবার হাজিরা দেওয়ার জন্য কলকাতায় এসেছিলেন ছত্রধর মাহাতো। কিন্তু আদালতে ঢোকা তাঁর আর হল না। গাড়িতেই বসে রইলেন তিনি। কারণ, তাঁর গায়ে ধুম জ্বর। তাই গাড়ি থেকে সোজা পিয়ারলেস হাসপাতালে গেলেন তিনি। এর ফলে জিজ্ঞাসাবাদ আপাতত স্থগিত হয়ে গেল।

জানা গিয়েছে, গায়ে ধুম জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছত্রধর মাহাতো। হাজিরা দিতে আদালতে প্রবেশ করা হয়নি তাঁর। পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন। এমনকি তাঁর করোনা পরীক্ষা হবে বলেও জানা গিয়েছে। তবে আজ এই পরীক্ষা এখনও হয়নি।

এই জ্বর করোনার ইঙ্গিত দিচ্ছে নাকি সাধারণ ভাইরাল ফিভার, সেটাই খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। তবে আপাতত এই জ্বরের ফলে এনআইএ-র তরফ থেকে ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে স্থগিতাদেশ করা হয়েছে, তা বলাই যায়। তবে তিনি সুস্থ হলে ফের আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।