Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gold Price: ছ’বছরে রেকর্ড পতন, অবিশ্বাস্য দামে পাওয়া যাচ্ছে সোনা

Updated :  Saturday, January 1, 2022 11:50 PM

ফের কমল সোনার দাম৷ হ্যাঁ অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। গত বছর বার বার পতন হয়েছে বহুমূল্য ধাতুটির। তবে বছর শেষে রেকর্ড দাম কমল। আর তাতেই হাসি ফুটলো গ্রাহকদের। আন্তর্জাতিক বাজার অনুযায়ী প্রতি ১০ গ্রামে ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০০ টাকা কমেছে সোনার দাম। আর সোনার দামের এই পতন গত ছ’ বছরে সর্বোচ্চ। তাই  বর্ষশেষে উৎসবে মেতেছিল দেশের মানুষ। এদিকে বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ।

তবু তার মধ্যেই খুশির খবর হল সোনার দাম কমেছে। এই সময়ে চাইলে বহু মানুষ ভবিষ্যতের কথা ভেবে কিছুটা সোনা কিনে রাখতেই পারেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারের সঙ্গেই ভারতেও ০.৪ শতাংশ কমেছে সোনার দাম। ফলে এখন কলকাতাতে ১০ গ্রাম সোনার দাম হয়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫০ টাকা।

অন্যদিকে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪,৭০৫ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৭,৬৪০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৪৭,০৫০ টাকা এবং ৪,৭০,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪,৯৭৫ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৩৯,৮০০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৪৯,৭৫০ টাকা এবং ৪,৯৭,৫০০ টাকা।

শুধু সোনা না বছরের প্রথমে একই সঙ্গে দাম কমেছে রুপোরও। রুপোর দামও ০.৯৬ শতাংশ অর্থাৎ ০.২২ সেন্ট বেড়ে হয়েছে ২৩.০৫ ডলার প্রতি আউন্স।কেন হঠাৎ এই মূল্য পতন?  বিশেষজ্ঞদের মতে, করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে শেয়ার বাজার নাকি এখন বেশ চাপে আছে। আর তার ফলেই সোনা-রুপোর দাম কমেছে বলে মত। গত নভেম্বর মাসেও একই কারণে দাম কমেছিল।