Indian Railways: দীপাবলি-ছট পূজায় ট্রেনে চেপে বাড়ি ফিরতে চান? AC-তে ভ্রমণ উপভোগ করতে এই কোচে টিকিট বুকিং করুন, দাম 3AC-র চেয়েও কম

দুর্গাপূজার মাধ্যমে শুরু হয়েছে ভারতীয়দের উৎসবের মরশুম। সামনে আসছে দীপাবলি এবং ছট পূজা। তাই নিজের কর্মব্যস্ততা কাঁটিয়ে পরিবারের সাথে সময় উদযাপন করতে বেশিরভাগ মানুষ বাড়ি ফেরার পরিকল্পনা করছেন। আর এই…

Avatar

দুর্গাপূজার মাধ্যমে শুরু হয়েছে ভারতীয়দের উৎসবের মরশুম। সামনে আসছে দীপাবলি এবং ছট পূজা। তাই নিজের কর্মব্যস্ততা কাঁটিয়ে পরিবারের সাথে সময় উদযাপন করতে বেশিরভাগ মানুষ বাড়ি ফেরার পরিকল্পনা করছেন। আর এই জন্য বেশিরভাগ মানুষ লাইন দিচ্ছেন ট্রেনের টিকিট ক্রয় করার জন্য। তবে প্রয়োজনের তুলনায় যোগান কম হওয়ার কারণে বর্তমানে ট্রেনের সাধারণ সিটে টিকিট পাওয়া একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে সাধারণ মানুষের ক্ষেত্রে। তবে প্রথম শ্রেণীর এসি, দ্বিতীয় শ্রেণীর এসি এবং তৃতীয় শ্রেণীর এসি কামরায় সিট বুকিং করা যাচ্ছে। কিন্তু এসি কামরায় টিকিটের মূল্য তুলনা মূলক ভাবে আকাশচুম্বী হওয়ার কারণে তা এখন মধ্যবিত্তের নাগালের বাইরে।

তবে যদি এই উৎসবের আমেজে আপনি এসি কামরায় ভ্রমণ করে বাড়ি ফিরতে চান, সেক্ষেত্রে ভারতীয় রেল আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিয়েছে। সাধারণ তৃতীয় শ্রেণীর এসি কামরার তুলনায় অনেক কম টাকায় ভ্রমণ করা যাবে এই এসি কোচে। অনেক যাত্রীই ভারতীয় রেলের এই বিশেষ সুবিধা সম্পর্কে অবগত নন বলেই এসি কোচের ভ্রমণ থেকে বঞ্চিত হন। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, কিভাবে তুলনামূলক কম খরচে এসি কোচে ভ্রমণ করতে পারবেন আপনি।

আপনারা নিশ্চয় জানেন, ভারতীয় রেলওয়ে সাধারণত ভ্রমণপিপাসুদের জন্য চারটি শ্রেণির টিকিট অফার করে থাকে। প্রথম শ্রেণীর এসি, দ্বিতীয় শ্রেণীর এসি, তৃতীয় শ্রেণীর এসি এবং জেনারেল টিকিট। তবে ২০২০ সাল থেকে ভারতীয় রেল তৃতীয় শ্রেণীর ইকোনমিক টিকিট বিক্রি করছে। যেটি প্রায় তৃতীয় শ্রেণীর এসি কামরার মত। তৃতীয় শ্রেণীর এসি কামরার সাথে তৃতীয় শ্রেণীর ইকোনমিক কামরার পার্থক্য খুবই সামান্য।

যেখানে তৃতীয় শ্রেণীর কোচে সর্বমোট আসন সংখ্যা থাকে ৭২টি সেখানে তৃতীয় শ্রেণীর ইকোনমিক ক্লাসে ৮০টির বেশি আসন থাকে। তবে ভাড়ার দিক থেকে তৃতীয় শ্রেণীর এসি কামরার চেয়ে অনেক কম টাকায় ভ্রমণ করা সম্ভব এই তৃতীয় শ্রেণীর ইকোনমিক ক্লাসে। ধরুন যদি আপনি দিল্লি থেকে পাটনা ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে তৃতীয় শ্রেণীর এসি কামরায় আপনাকে ১৭১০ টাকার টিকিট ক্রয় করতে হবে। তবে যদি আপনি তৃতীয় শ্রেণীর ইকোনমিক ক্লাসে ভ্রমণ করেন, সেক্ষেত্রে আপনাকে মাত্র ১৫৯৫ টাকা খরচ করতে হবে টিকিট ক্রয় করতে।