বৃহস্পতিবার শেয়ার বাজারে অস্বাভাবিক ধস নামলেও পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। মঙ্গলবার ও বুধবার কলকাতায় পেট্রোলের দাম এক থাকলেও আজ ১৫ পয়সা দাম কমেছে।
কলকাতায় আজ পেট্রোলের দাম ৭২.৮৩ টাকা। মঙ্গলবার ও বুধবার দাম একই ছিল ৭২.৯৮ টাকা। গত দুই দিনের থেকে আজ ১৫ পয়সা দাম কমেছে। সোমবার কলকাতায় পেট্রোলের দাম ৭৩.২৮ টাকা ছিল। ডিজেলের দাম ও আজ কমেছে ১২ পয়সা। আজ ডিজেলের দাম ৬৫.২২ টাকা। মঙ্গলবার ও বুধবার ডিজেলের দাম একই ছিল ৬৫.৩৪ টাকা। সোমবার গত তিন দিনের থেকে একটু বেশি ছিল। সোমবারের দাম ছিল ৬৫.৫৯ টাকা।
আরও পড়ুন : করোনার থাবায় ধস শেয়ার বাজারে, গত ২ বছরে প্রথম নিফটি নামলো ১০ হাজারের নিচে
কাঁচা তেলের দাম কমাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এতটা কমছে। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম ৩০ শতাংশ কমেছে। করোনা ভাইরাসের জেরে ও তেলের দাম কমেছে। তার সাথে রাশিয়ার এবং সৌদি আরবের যুদ্ধের জন্য তেলের দাম কমছে। ১৯৯১ সালের পর এই প্রথম কাঁচা তেলের দাম এতটা কমেছে।