ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিToday Trending Newsদেশনিউজরাজ্য

সোনার দামে বিরাট বদল, দেখে নিন আজ ১০ গ্রামের দাম কত – Gold Price Today

Advertisement

পুজোর আগেই আবারো দাম বাড়লো সোনার। সোনার বর্তমান বাজারদর শুনলে এখনই ভবিষ্যতের জন্য সোনা কিনে গচ্ছিত রাখবেন অধিকাংশ। কারণ পরে দাম আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামনেই বিয়ের মরসুম। তার আগে কি আরো দাম বাড়বে সোনার! অবশ্য দামের ব্যাপারে সেকথা জোর দিয়ে বলা যায় না। তবে সোনার বর্তমান বাজারদর অবাক করেছে সাধারণদের। বিস্তারিত জানুন।

সোনার পাশাপাশি রূপোর চাহিদাও নেহাত কম নয় সাধারনদের মাঝে। তবে চলতি সপ্তাহে রূপোর বাজারদরও বেড়েছে অনেকটাই। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরে সেই দামের তালিকাই উঠে এসেছে। নিম্নে এই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য প্রদান করা হল।
সোনা ও রূপোর দাম প্রায়ই ওঠা নামা করে। কাল সোনা কিংবা রূপোর দাম আদেও কমবে না বাড়বে! সেকথা কখনোই নিশ্চিতভাবে বলা সম্ভব হয় না। বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই সোনা ও রূপো কিনে তা বাড়িতে গচ্ছিত রাখেন। তবে এই নিবন্ধের সূত্র ধরে আজকের বাজারদর সম্পর্কেই অবগত করা হবে একাংশকে।

রুপোর দাম:

• শনিবার ১৪-অক্টোবর ২০২৩-এ রুপোর দাম ছিল – ৭২,৬০০ টাকা।
• রবিবার ১৫-ই অক্টোবর অর্থাৎ আজ এই সমপরিমাণ রুপোর দাম ১,৫০০ টাকা বেড়ে হয়েছে- ৭৪,১০০ টাকা।

২২ ক্যারাট সোনার দাম:

• ১৪-ই অক্টোবর ২০২৩-এ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল- ৫৪,০০০ টাকা।
• ১৫-ই অক্টোবর অর্থাৎ আজ উল্লেখ্য সমপরিমাণ সোনার দাম বেড়ে হয়েছে ৫৫,৪০০ টাকা। এক রাতের মধ্যেই দাম বেড়েছে ১,৪০০ টাকা।

২৪ ক্যারাট সোনার দাম:

• ১৪-ই অক্টোবর ২০২৩-এ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল- ৫৮,৯১০ টাকা।
• ১৫-ই অক্টোবর অর্থাৎ আজ উল্লেখ্য সমপরিমাণ সোনার দাম বেড়ে হয়েছে ৬০,৪৪০ টাকা। এক রাতের মধ্যেই দাম বেড়েছে ১,৫৩০ টাকা।

Related Articles

Back to top button