দেশনিউজ

‘আমি একটা পাতলা দাগ খুঁজে পেয়েছিলাম’ বিক্রমের অবস্থান চিহ্নিত করা চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার

Advertisement

চেন্নাই : মঙ্গলবার সকালে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভারতের চন্দ্রযান-২-এর অবস্থান সংক্রান্ত একটি ছবি প্রকাশ করে। যা ১১ নভেম্বর লুনার রিকোগনাইজেন্স অরবিটর থেকে তোলা হয়েছে বলে জানিয়েছে তারা।

এই ছবি থেকেই বিক্রম ল্যান্ডারের অবস্থান চিহ্নিত করেন চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার শানমুগা সুব্রামানিয়াম। এই নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা শোনালেন তিনি। এদিন বলেন, ‘আমি টানা তিন-চার দিন ধরে নাসার প্রতিদিনের ছবিগুলোর সঙ্গে আগের ছবিগুলো মিলিয়ে দেখতাম। একসময় আমি শুধুমাত্র মাত্র একটা অস্পষ্ট পাতলা দাগ দেখতে পেয়েছিলাম।’ সেখান থেকেই বিক্রম ল্যান্ডারের অবস্থান চিহ্নিত করেন চেন্নাইয়ের বছর তেত্রিশের এই তথ্যপ্রযুক্তি কর্মী।

নিজের অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে তিনি জানান, ‘ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রেরিত চন্দ্রযান-২ চাঁদ সম্পর্কে মানুষের আগ্রহ বাড়িয়ে তুলেছে।’ ল্যান্ডার বিক্রমের অবতরণ সফল আরও মানুষের মধ্যে চাঁদ সম্পর্কে আগ্রহ বাড়ত বলেও জানান তিনি।

Related Articles

Back to top button