দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় চেন্নাইয়ের এক বিজ্ঞানী অদ্ভুত এক দাবি করলেন। তার মতে, সূর্যগ্রহণের মধ্যেই লুকিয়ে আছে করোনা ভাইরাসের রহস্য। চেন্নাইয়ের পরমাণু বিজ্ঞানী ডঃ কে সুন্দর কৃষ্ণা জানিয়েছেন, সূর্যগ্রহণের সাথে সরাসরি সম্পর্ক আছে করোনা ভাইরাসের। কিভাবে এই ভাইরাসের হাত থেকে নিস্তার পাওয়া যাবে সে বিষয়েও তিনি ভবিষ্যতবাণী করেছেন। তিনি বলেছেন, ২১শে জুন সূর্যগ্রহণের পর পৃথিবী থেকে বিদায় নিতে শুরু করবে এই ভাইরাস। এহেন দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানী মহলে।
এই বিষয়ে ড. কৃষ্ণা তার ব্যাখ্যাও দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এই জীবাণুর উৎপত্তি কোনো রাসায়নিক ঘটনা নয়। মহাজাগতিক ঘটনার ফলাফল এই ভাইরাস। গতবছরের শেষের দিকে সূর্যগ্রহণের পরেই এই ভাইরাস সংক্রমণের খবর মেলে। ওই বিজ্ঞানীর দাবি, গতবছর ২৬শে ডিসেম্বর সূর্যগ্রহণ ছিল। সেই সময়েই পৃথিবীর বায়ুমণ্ডলে রাসায়নিক পরিবর্তন হয় আর তার থেকেই জন্ম হয় এই ভাইরাসের। আবার পরবর্তী সূর্যগ্রহণের সময় এই ভাইরাস বিলীন হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। আগামী ২১শে জুন পরবর্তী সূর্যগ্রহণ, সেই সময়েই এই ভাইরাস পৃথিবী থেকে বিদায় নেবে বলে মত তার।
ড. কৃষ্ণার দেওয়া তত্ত্ব মতে, সূর্যগ্রহণের সময় বায়ুমণ্ডলের তরিদাহত কণাগুলির মধ্যে একটি বড় রাসায়নিক পরিবর্তন হয়। এমন এক পরিস্থিতি তৈরি হয় যার ফলে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। আগামী ২১শে জুলাই সূর্যের বলয় এবং পূর্নগ্রাস গ্রহণ হবে। সেদিনই আবার রাসায়নিক বদল ঘটে এই ভাইরাস বিদায় নেবে পৃথিবী থেকে।