চালক ছাড়াই চলবে এবার মেট্রোরেল! শুনে অবাক লাগলেও এটাই সত্যি। এখানে বিদেশের কথা বলা হচ্ছে না। আপনি শুনলে অবাক হবেন যে এবার চালক ছাড়াই মেট্রোরেল চলতে শুরু করবে ভারতের এক শহরে। এবার মেট্রোতে আর চালকের আসনে বসবেন না কোনো ব্যক্তি। পুরো সিগন্যালিং ব্যবস্থার উপর নির্ভর করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রীদের নিয়ে দৌড়াবে মেট্রোরেল। এমন নতুন প্রযুক্তির কথা শুনে আপনি অবাক হলেও এটাই সত্যি। কোন শহরে চালকবিহীন মেট্রোরেল চালু হচ্ছে, বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
দেশের মধ্যে প্রথম চালকবিহীন মেট্রো চালু হতে চলেছে চেন্নাইতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুটি পর্যায়ে এই পরিষেবা চালু হবে। এই প্রসঙ্গে চেন্নাই মেট্রোরেলের অধিকর্তা রাজেশ চতুর্বেদী জানিয়েছেন যে চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজ খুব দ্রুত গতিতে চলছে। এই পর্যায়ে ট্রেন পরিষেবা পুরোপুরি চালকবিহীন হবে। সিগন্যালের উপর ভরসা করে যাত্রী নিয়ে দৌড়াবে ট্রেন। তবে কবে চালু হবে এই অত্যাধুনিক প্রযুক্তি?
রাজেশ চতুর্বেদী এও জানিয়েছেন যে আগামী ২০২৬ সালের মধ্যে এই পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে কতৃপক্ষ। এই প্রক্রিয়া চালু হয়ে গেলে চেন্নাই মেট্রো বেশি সংখ্যক মানুষকে নির্বিঘ্নে পরিষেবা দিতে পারবে। এছাড়া যাত্রীরা যাতে সহজে টিকিট কাটতে পারেন তার জন্য কিউআর কোড চালু করা হচ্ছে। এই দ্বিতীয় পর্যায়ের মেট্রো পরিষেবা প্রকল্পকে মোট তিনটি করিডারে ভাগ করা হয়েছে। এই পর্যায়ে ট্রেন চলবে মোট ১১৮.৯ কিলোমিটার জুড়ে। পুরো যাত্রাপথে থাকবে ১২৮ টি স্টেশন।