শিক্ষকদের বড়সড় সিধান্ত ঘোষণা করলো মূখ্যমন্ত্রী!

অরূপ মাহাত: আজ রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষক দিবসের অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী। সেখানেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা রত্ন দেওয়া হয় আজ। এই অনুষ্ঠানে এসে শিক্ষকদের উদ্দেশ্যে…

Avatar

অরূপ মাহাত: আজ রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষক দিবসের অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মূখ্যমন্ত্রী। সেখানেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা রত্ন দেওয়া হয় আজ। এই অনুষ্ঠানে এসে শিক্ষকদের উদ্দেশ্যে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই তিনি শিক্ষকদের ই-পেনশন শুরু করার কথা বলেন। এদিন তিনি বলেন, ‘পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে। শিক্ষকদের ই-পেনশন চালু করেছি আমরা। প্রায় ১৩ লক্ষ শিক্ষককে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।”

তবে এই মঞ্চ থেকে কেন্দ্রকে বিঁধতে ভোলেননি তিনি। কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য ফেরত দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। রাজ্য সরকারের আর্থিক অনটনের মধ্যে কেন্দ্র সরকারের অসহযোগিতা সত্ত্বেও তিনি কিভাবে রাজ্যকে টেনে নিয়ে চলেছেন তা ব্যাখ্যা করেন। তিনি আরও বলেন যে, ‘বাংলায় শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যেও শিক্ষকদের নিয়ে আসা হয়েছে। কেন্দ্র টাকা না দিলেও সর্ব শিক্ষা অভিযান চালিয়ে যেতে হচ্ছে।’ তবে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী সবচেয়ে বেশি শব্দ খরচ করেছে বিজেপির প্রতি। যাকে তার অস্তিত্ব সংকটের ভয় বলে মনে করছে রাজনৈতিক মহল।