অরূপ মাহাত: পুজোর আগে গতকাল, শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের সভায় ষষ্ঠ বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য বেতন কমিশন তাদের রিপোর্ট জমা করলেই ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, ষষ্ঠ বেতন কমিশনের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। বেতন কমিশনের সুপারিশ মেনে রিপোর্টে উল্লেখিত সমস্ত প্রস্তাব মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনি এও বলেন যে, ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করছে রাজ্য। কমিশনের রিপোর্ট জমা পড়লেই সমস্ত সুপারিশ মেনে নেওয়া হবে।
সূত্রের খবর, পে কমিশনের নতুন বেতন কাঠামো অনুসারে বেসিক পে ২.৫৭ গুণ বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে ন্যূনতম বেসিক পে হবে ১৭৯৯০ টাকা৷ ২৩ সেপ্টেম্বর মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে৷ ১ জানুয়ারি থেকে নতুন পে কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে৷
নতুন বেতন কাঠামো অনুসারে, আগের বেতন ৬৬০০ টাকা হলে বর্তমানে তা বেড়ে হবে ১৭৯৯০ টাকা। এর জন্য অবশ্য বাড়তি ১০ হাজার কোটি টাকা খরচ হতে চলেছে রাজ্য সরকারের।