Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৮ই জানুয়ারি দেশজুড়ে ভারত বন্ধ নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী ৮ তারিখ বুধবার ১২ দফা দাবিতে বাম সংগঠন গুলি সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে। বনধে সকল বিরোধী দলগুলিকে সমর্থনের জন্য অনুরোধ করেছে তারা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাফ…

Avatar

আগামী ৮ তারিখ বুধবার ১২ দফা দাবিতে বাম সংগঠন গুলি সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে। বনধে সকল বিরোধী দলগুলিকে সমর্থনের জন্য অনুরোধ করেছে তারা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাফ জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে কোনো বনধ বা ধর্মঘট হবে না। সোমবার গঙ্গাসাগর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ইস্যুকে সমর্থন করি, কোনো বনধ বা ধর্মঘটকে সমর্থন করি না। নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ আন্দোলন করেছি, কিন্তু এর জন্য কোনো ধর্মঘটকে সমর্থন করবো না।’

নবান্নের তরফে নোটিশ জারি করে সকল সরকারি কর্মচারীদের বুধবার বাধ্যতামূলক ভাবে কাজে যোগদান করতে বলা হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বনধ, ধর্মঘটকে কোনোদিন সমর্থন করেননি মুখ্যমন্ত্রী। বনধ সমর্থন না করার পিছনে মুখ্যমন্ত্রীর যুক্তি, ‘বনধে হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। একে বেকারত্ব বেড়ে গেছে, এতে বনধ হলে আরও ক্ষতি হবে। এগুলো সস্তার রাজনীতি ছাড়া আর কিছুই না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট, ঘোষণা করল নির্বাচন কমিশন

বনধের দিন সরকারি বাস রাস্তায় নামবে আরও বেশি করে জানিয়েছে পরিবহন দপ্তর। এছাড়া পরিবহণ দপ্তরের তরফে সমস্ত বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি সংগঠনকে গাড়ি রাস্তায় নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। বনধের দিন কোনো ক্ষতি হলে অন্যান্য বারের মতো এবারও বীমার ব্যবস্থা থাকছে। এদিকে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির জবাব দিয়েছে বামেরাও। বাম নেতা শ্যামল চক্রবর্তী বলেন, ‘পারলে উনি ধর্মঘট রুখে দেখান। ওনার বিজেপি বিরোধী মুখোশটা খুলে যাবে ধর্মঘট সফল হলে।’

About Author