নিউজরাজ্য

গৃহস্থের হেঁসেলে পড়েছে আগুন! মূল্যবৃদ্ধি মোকাবিলায় আজ নবান্নে বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

Advertisement

আগুন পড়েছে মধ্যবিত্তের হেঁসেলে।চড়চড়িয়ে বৃদ্ধি পেলো সব্জির দাম ।চলতি মাসে পেঁয়াজের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় চিন্তায় পড়েছিলেন সাধারণ মানুষ। এবারে বাজারে সমস্ত সব্জির দাম আকাশ ছুঁলে আগুনে ঘি ঢালার কাজটি সম্পূর্ণ হল । সব্জির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কপালে হাত মধ্যবিত্তের।এই পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়ে নবান্নে টাস্ক ফোর্সের সাথে জরুরি বৈঠকের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১০ সালে বাংলায় মমতা সরকার ক্ষমতায় এলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কারচুপি বন্ধ করার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। সব্জির বাজার মূল্য জানার জন্য প্রতিদিনের মতো আজও নবান্নে মুখ্যমন্ত্রী প্রাইস চার্ট দেখতে গেলে সব্জির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কপালে ভাঁজ সৃষ্টি করে মুখ্যমন্ত্রীর। তাই আজ বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ মূল্যবৃদ্ধি মোকাবিলার জন্য টাস্ক ফোর্সের সাথে নবান্নে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বৈঠকের উদ্দেশ্য হল নিত্য প্রয়োজনীয় সব্জিগুলির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণকে খতিয়ে দেখা। এছাড়া ক্রেতারা চড়া দামে সব্জি কিনলেও চাষিরা তাদের ন্যায্যমূল্য পাচ্ছে নাকি কিংবা এই মূল্যবৃদ্ধির পিছনে অসৎ ব্যক্তিদের কারচুপি ইত্যাদি বিষয়গুলি খতিয়ে দেখার জন্য এই বৈঠকের ডাক দেওয়া হয়।

ভারতীয় অর্থনীতির বেহাল দশা। কনজিউমার প্রাইস ইনডেক্স এর তথ্য অনুযায়ী গত অক্টোবর মাসে খুচরা মূল্যবৃদ্ধি রেকর্ড গড়ে প্রায় ৪.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।এবং এর সাথে সাথে দাম বেড়েছে খাদ্যদ্রব্যের। তবে বিশেষজ্ঞদের মতনাযায়ী বিলম্বে বর্ষা আসায় এবং ভারী বৃষ্টির কারণে চাষবাসের ক্ষতি হয়েছে হয় মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।

Related Articles

Back to top button