বিগত কয়েকবছর ধরে বারবার ঘটছে উড়ালপুল বিপর্যয়। এই বিপর্যয়ে প্রাণ গেছে বহু মানুষের তবুও টনক নড়েনি সরকারের। বিরোধীরা এই বিপর্যয়ের জন্য বারবার মমতা দিদির সরকারকে দোষী সাব্যস্ত করেছে। মুখ্যমন্ত্রীকে বিভিন্ন কটাক্ষের মুখে পড়তে হয়েছে।কিন্তু উড়ালপুল বিপর্যয় কে রুখতে পারেনি সরকার। এই বিষয়ে সবসময় নির্বাক থেকেছে সরকার।এবারে টালা সেতুকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।
আজ, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে টালা সেতুতে বাস চলাচলের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। এবারে হয়তো টালা সেতুতে বন্ধ হতে চলেছে বাস চলাচল।টালা সেতু দিয়ে বর্তমানে ২০টি রুটের বাস চলে। কিন্তু ২৪ টি বেসরকারি রুটের পথ আপাতত স্থির করা গেছে। তবে ছোটো গাড়ি চলবে বলে আপাতত প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে। সেতু দিয়ে পথচারীদের চলাচল ও বন্ধ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।