তিন বারের জন্য লাগাতার বাংলার মসনদে আসার পরে এবারে নবান্নে প্রথমবার প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি সরাসরি বাংলার উৎপাদিত পণ্যের জন্য নতুন ভাবনার কথা জানালেন। তিনি বললেন, দুধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা মাদার ডেয়ারির নাম পরিবর্তন করে তিনি বাংলা ডেয়ারি নাম দিতে চাইছেন। তিনি বলছেন, বাংলা গৃহপালিত পশুদের থেকে যে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয় সেটা এবারে নয়া নামের সঙ্গে আসতে চলেছে বাজারে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করার মাধ্যমে সারাবিশ্বে মাদার ডেয়ারিকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মাদার ডেয়ারিকে আমরা বাংলা ডেয়ারি করতে চলেছি। এআরডি দপ্তরের কাছে অনেক বার আর্জি জানানো হয়েছে। মাদার ডেয়ারি একটি আলাদা কোম্পানি হতে চলেছে। এটা কোন বাংলার কোম্পানি নয়। যখন আমার বাংলার গরুরা দুধ দেয়, বাংলার চাষিরা দুধ উৎপাদন করে তাহলে বাংলা ডিয়ারি কেন নাম করবোনা?’
এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম পরিবর্তন করার পাশাপাশি ইঙ্গিত দিলেন এবারে আরো সস্তায় আরো পুষ্টিকর দুধ পেতে পারেন মানুষ। ইতিমধ্যেই মুখ্য সচিব এবং প্রধান সচিবের সঙ্গে এই নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, ‘ বাংলার সঙ্গে যোগ রয়েছে বলে আমরা বাংলা ডেয়ারি করতে চলেছি। আরে মাদার ডিয়ারি নামে চালাবো না। মাদার ডিয়ারি তো আছে। ওটা ওই রাজ্যের নয়। এটা আলাদা কোম্পানি। বাংলার একটি নিজস্ব কোম্পানি হবে। বাংলা ডেয়ারিতে খুব ভালো দুধ, দই, এবং আইসক্রিম পাওয়া যাবে।’