নিউজরাজ্য

বেতন বন্ধের নির্দেশ দিল মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! কিন্তু কেন এরকম নির্দেশ? জানুন বিস্তারিত

Advertisement

মূখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চাকরি দেওয়ায় কর্মীদের বেতন বন্ধ করল আইসিএআর। চাকরিতে স্বজন-পোষন আটকাতে বেশ কিছু দিন আগে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন লিখিত নির্দেশ ছাড়া শুধুমাত্র মুখের কথায় কোন রকম নিয়োগ চলবে না সরকারি দপ্তরে। তাঁর এই বক্তব্য বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় রাজ্য প্রশাসন।

কিন্তু তারপরও হুঁশ ফেরেনি রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে। মূখ্যমন্ত্রীর নির্দেশকে রীতিমতো অমান্য করে, রাজ্য প্রশাসনের অনুমতি ছাড়াই নিয়োগ করা হয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন একাধিক কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই ভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।

এই নিয়োগকে ঘিরে ব্যাপক স্বজন পোষণের অভিযোগ ওঠে। একাংশ চাকরি প্রার্থীর অভিযোগ, এই নিয়োগের ক্ষেত্রে যোগ্যতামান নয়, গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সাথে ব্যক্তিগত সম্পর্ককে। যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকেই কোন না কোন আধিকারিকের আত্মীয়। এমন মারাত্মক অভিযোগ ওঠার পর এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট অনুমতিহীন এই নিয়োগের ক্ষেত্রে বেতন বন্ধের নির্দেশ দিয়েছে।

Related Articles

Back to top button