শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ঝাড়খণ্ডের ভাবি মুখ্যমন্ত্রীর
ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমেছে, ২৫ টি আসন পেয়েছে বিজেপি, কংগ্রেস পেয়েছে ১৬ টি আসন, জে এম এম এর কোটায় ৩০ টি। জয়ী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খন্ডে পৌঁছান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নেন হেমন্ত সোরেন। দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে বিক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে হেমন্ত সোরেনের জয় বিশেষ তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে।
মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠান কাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুরেই রাঁচির উদ্দেশ্যে যাত্রা করেন। রাতে তার সঙ্গে দেখা করতে আসেন হেমন্ত সোরেন। বিজেপি নাগরিকত্ব বিল কে পাস করিয়ে নিলেও এই বিল কে কেন্দ্র করে বিজেপি বিরোধী দল গুলির মধ্যে ঐক্য জোট তৈরি হচ্ছে।
আরও পড়ুন : ম্যাঙ্গালোরে CAA প্রতিবাদে নিহত পরিবারদের ৫ লক্ষ টাকা চেক তুলে দিল মমতার সরকার
আগামীকাল ঝাড়খণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্ভাব্য উপস্থিত বিশেষ ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে। সেই নাম গুলি হল – প্রণব মুখোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অশোক গেহলোট, কমল নাথ এবং ভূপেশ বাঘেল। অখিলেশ সিং যাদব, উপস্থিত থাকবেন মায়াবতী, চন্দ্রবাবু নাইডু, এইচডি কুমারস্বামী প্রমুখও। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও শরদ পাওয়ারও অংশগ্রহণ করবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে।