কলকাতানিউজরাজ্য

রাজ্যপালকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতার, বিজেপির ‘পার্টিম্যান’ বলে অভিহিত করলেন

Advertisement

সম্প্রতি রাজ্যপাল জগদীশ ধনকড়ের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব এক নয়া মোড় নিয়েছে।রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মধ্যে কোনো এক বিষয়কে ঘিরে এর আগে বহুবারই মতবিরোধের সৃষ্টি হয়েছে। যার ফলে বহু তৃণমূল নেতার কটাক্ষের মুখে পড়েছেন রাজ্যপাল।এবারে খোদ মুখ্যমন্ত্রীই রাজ্যপালকে বিজেপির ‘পার্টিম্যান’ বলে তীব্র কটাক্ষ করলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প অন্যান্য রাজ্যে চালু হলেও এখনও পর্যন্ত এই রাজ্যে চালু হয়নি এই প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের পরিবর্তে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পকে কার্যকর করার সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে রাজ্যপাল অসন্তোষ প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

গতকাল বুধবার বিধায়কদের সাথে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল এর নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, “বিজেপি পার্টিম্যানকে নিয়ে আমায় কোনো প্রশ্ন করবেন না। উনি বিজেপির লোক তাই আমি উনার বিষয়ে কোনো উত্তর দেবো না।”

আরও পড়ুন : শর্ত মানলে বিজেপিতে ফিরবেন দেবশ্রী, চিঠি লিখলেন অমিত শাহকে

অপরদিকে আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু না করার সিদ্ধান্তে রাজ্যপাল বলেন, “বিশ্বে আয়ুষ্মান ভারত প্রকল্প স্বীকৃতি পেলেও এ রাজ্যের মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে।” এছাড়া তিনি বলেন যে, রাজভবনে আসার ১০০ দিনের মধ্যে তার কাছে চিকিৎসা খরচ বহন করতে না পারার বহু আর্জি আসে।

এদিন তিনি মুখ্যমন্ত্রী মন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রকল্পের দিকে আঙুল তোলেন এবং বলেন যে এই প্রকল্পে এখনও কাজ করছে না সরকার। এছাড়া সমস্তে বিষয়ে রাজ্যে রাজনীতি হচ্ছে বলে এমনই বিরূপ মন্তব্য করেন তিনি।

Related Articles

Back to top button