করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসে পড়েছে ভারতবর্ষের বুকে। চলতি বছরের শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দিনে দিনে বেগতিক হয়ে যাচ্ছে করোনা সংক্রমনের গ্রাফ। এপ্রিল মাসের শুরুতে দৈনিক সংক্রমণ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। ইতিমধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার। দেশজুড়ে করোনা অ্যাক্টিভ কেস এক ধাক্কায় বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চিকিৎসকরা। সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর জন্য বেডের অভাব পড়েছে। এছাড়া প্রায় প্রত্যেকটি রাজ্যেই অক্সিজেনের সংকট দেখা যাচ্ছে। দৈনিক আক্রান্ত সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারতের রাজধানী দিল্লি।
করোনার সংক্রমনের গগনচুম্বী গ্রাফকে নিয়ন্ত্রণে আনতে এবার রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৬ দিনের জন্য দিল্লিতে লকডাউন করার ঘোষণা করেছেন। তিনি একটি সাংবাদিক বৈঠকে বলেছেন, “আজ অর্থাৎ সোমবার রাত ১০ টা থেকে ২৬ এপ্রিল সকাল ৬ টা অব্দি দিল্লিতে লকডাউন থাকবে। এই সময় শুধুমাত্র জরুরী পরিষেবা যেমন চিকিৎসা ও খাদ্য সরবরাহের মতো বিষয় ছাড় দেওয়া হবে। এছাড়া এইসময় বিয়েবাড়ি অনুষ্ঠান থাকলে সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকতে পারবেন। তবে তার জন্য আগে থাকতে নিতে হবে পাস।” দিল্লিতে আজ রাত থেকে সব জায়গায় কার্ফু জারি হয়েছে। সমস্ত প্রাইভেট সেক্টর ওয়ার্ক ফ্রম হোম করবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowदिल्ली में तेज़ी से बढ़ते कोरोना मामलों के मद्देनज़र एक महत्वपूर्ण घोषणा | Press Conference | LIVE https://t.co/zAECIEcZ53
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 19, 2021
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০০ জন। অন্যদিকে গোটা দেশের পরিসংখ্যান বিচার করলেও অবস্থা যে সঙ্গীন তা বলার অপেক্ষা রাখে না। আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী পরিসংখ্যান প্রকাশ করেছে যাতে জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছে। এই পরিসংখ্যান চলতি বছরও আগের বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়া উদ্বেগ দিচ্ছে দৈনিক মৃত্যুর হার বেড়ে যাওয়ার ঘটনা। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের।