Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখ্যসচিব, ডিজি না আসায় খোদ মুখ্যমন্ত্রীকেই রাজভবনে তলব রাজ্যপালের

নতুন রাজ্যপাল রাজ্যে আসার পর থেকেই রাজ্য ও রাজ্যপালের সংঘাত লেগেই আছে। এই পরিস্থিতিতে নাগরিকত্ব বিলের প্রতিবাদে রাজ্যজুড়ে হয়ে চলা বিক্ষোভ, ভাঙচুরের ব্যাপারে বিস্তারিত জানতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজভবনে…

Avatar

নতুন রাজ্যপাল রাজ্যে আসার পর থেকেই রাজ্য ও রাজ্যপালের সংঘাত লেগেই আছে। এই পরিস্থিতিতে নাগরিকত্ব বিলের প্রতিবাদে রাজ্যজুড়ে হয়ে চলা বিক্ষোভ, ভাঙচুরের ব্যাপারে বিস্তারিত জানতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীশ ধনকড়।

এর আগে তিনি রাজ্যপুলিশের ডিজি, রাজ্যের মুখ্যসচিবকেও ডেকেছিলেন পরিস্থিতির ব্যাপারে বিশদে খোঁজ নেওয়ার জন্য, কিন্তু তারা কেউই রাজ্যপালের সাথে দেখা করেননি। তাই এবার মুখ্যমন্ত্রীকেই রাজভবনে যাওয়ার জন্যে আবেদন করলেন তিনি। টুইটারে তিনি মুখ্যমন্ত্রীকে তাঁর সময়মতো রাজভবনে যাওয়ার কথা বলেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

বিভিন্ন ইস্যু নিয়ে বিবাদ তো চলছিলই রাজ্য ও রাজ্যপালের মধ্যে, এবার নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যে হিংসার ঘটনা নিয়েও বিবাদ লেগে গেলো। বিল নিয়ে তৃণমূলের অবস্থানের বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও, রাজ্যের শাসক দলের অবস্থান নিয়ে যে তিনি ক্ষুণ্ন তা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। রাজ্যে হিংসার পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল।

উল্লেখ্য, রাজ্যে হিংসার পরিস্থিতির পর রাজ্যপাল মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রাজভবনে ডেকে পাঠান। কিন্তু মুখ্যসচিব আর ডিজি রাজভবনে যাননি। তাদের এই আচরণে রাজ্যপাল যে যথেষ্টই ক্ষুব্ধ তা এদিন টুইট করে বলেন তিনি। এই টুইট করার কিছুক্ষণ পরেই আর একটি টুইট করে মুখ্যমন্ত্রীকেই রাজভবনে তার সময়মতো আসতে অনুরোধ করেন রাজ্যপাল। কিন্তু গতকাল সন্ধ্যের দিকে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চিঠি লিখে জানান, ‘রাজ্যের পরিস্থিতি রাজ্য সরকার যথেষ্ট ভালোভাবেই সামলাচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্য সরকার যথেষ্ট শান্তিপূর্ণ ভাবেই কাজ করছে।’

About Author