Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীরের অস্ত্র চালান চিনের, কড়া নজরদারি ভারতীয় সেনার

Updated :  Saturday, September 26, 2020 3:20 PM

শ্রীনগর: একদিকে যখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত, ঠিক তখন কাশ্মীরকে টার্গেট করছে চিনা সেনা। এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। ভারতীয় সেনাদের নজর ঘোরাতে এমন কৌশল করেছে চিন, এমনটাই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় অস্ত্রশস্ত্র চালান করা হচ্ছে। কখনও তা ড্রোনের সাহায্যে সীমান্ত পারাপার করানো হচ্ছে, তো কখনো আবার চোরাচালানের পথ ব্যবহার করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি, নৌসেরা সহ বেশ কয়েকটি জায়গায় এই একই ঘটনা চোখে পড়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাশ্মীরে এরকম অস্ত্র পাচার করার ফলে ভারতীয় সেনাদের নজর কাশ্মীরের ওপর গিয়ে পড়ছে বলে ভারতীয় সেনাদের বিভ্রান্ত করে লাদাখ সীমান্তে উত্তেজনা আরও বাড়াতে চাইছে চিন।

শুধু তাই নয়, কেন্দ্রীয় গোয়েন্দাদের একাংশের মত, এই ষড়যন্ত্রে চিনের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তানে জঙ্গি সংগঠন আইএসআই। অস্ত্র চালান করে জম্মু ও কাশ্মীরে অশান্তি আরও বাড়িয়ে তুলতে চাইছে পাকিস্তান। আর তাতে মদত দিচ্ছে বেজিং সরকার। সংবাদমাধ্যম সূত্রে খবর, এভাবে অস্ত্র চালানের মাধ্যমে শীতকালের আগে বিপুল পরিমাণ অস্ত্র কাশ্মীরে মজুদ রাখতে চাইছে পাকিস্তান। আর ইমরান খানের দেশকে সাহায্য করছে চিন।

গত বেশ কয়েকদিন ধরে উপত্যকার পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সেখানে গিয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুল নারাভানে, বিএসএফ প্রধান রাকেশ অস্থানা ও সিআরপিএফ প্রধান এসপি মাহেশ্বরী। চিনকে সঙ্গে করে জম্মু ও কাশ্মীরের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য পাকিস্তান যেভাবে অস্ত্র মজুদ করছে, তা রুখে দিতে এলওসি বরাবর সীমান্তে পাহারা বাড়িয়েছে ভারতীয় সেনা। সেখানে দফায় দফায় চলছে কড়া নজরদারি। আগামী দিনে রাধা ও কাশ্মীরের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।