রাতারাতি ১১০টা চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার, তারপর কেটে গেছে গোঁটা একটা দিন। ভারতের তরুন প্রজন্মের কাছে স্বাভাবিকভাবেই পাবজি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা আকস্মিক এবং দুঃখজনক হলেও চিনের একদিনে ক্ষতি পরিমাণ ১৪০০ কোটি ডলার।
একদিনে শেয়ার দর পড়েছে ২%। গতকাল ১১৮টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গত ২৭ আগস্ট দেশের কুড়ি লক্ষ মোবাইল থেকে পাবজি গেমকে নিষিদ্ধ করা হয়েছিল। এর আগেও আরও বেশ কিছু অ্যাপকে নিষিদ্ধ করেছিলো কেন্দ্রীয় সরকার।
এবার পাবজি, টিকটক, উইচ্যাট, ইউসি ব্রাউজার সহ সব মিলিয়ে ভারতে মোট ২২৪টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হলো। এই সমস্ত অ্যাপগুলির গ্রাহক সংখ্যা এ দেশে নেহাত কম ছিল না।
তাই লাদাখে যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্ত চিনকে বড়সড় ধাক্কা দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে রাতারাতি ভারতের ডিজিটাল স্ট্রাইককে সাদরে আমন্ত্রণ জানিয়েছে ভারতবাসী।